RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২০
একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু ৪ অক্টোবর

ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ৪ অক্টোবর শুরু হবে। করোনার কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব না হওয়ায় অনলাইন ক্লাস সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একাদশ শ্রেণির অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন।

গত ৯ আগস্ট কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। অন্য বছর ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির কারণে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ঢাকা/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়