ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোন পদ্ধতিতে হবে বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি-পরীক্ষা 

আবু বকর ইয়ামিন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৫৪, ১৮ অক্টোবর ২০২০
কোন পদ্ধতিতে হবে বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি-পরীক্ষা 

করোনা পরিস্থিতিতেও ভর্তি-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যরা। তবে, কোন পদ্ধতিতে ভর্তি-পরীক্ষা নেওয়া হবে,  শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।  এই কারণে  পরবর্তী সময়ে উপাচার্যদের  অভিমতের ভিত্তিতে বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বৈঠকে অনলাইনে ভর্তি-পরীক্ষা নেওয়ার  ব‌্যাপারে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের প্রস্তাব এসেছে। সবাই এই প্রস্তাবের  প্রশংসাও করেছেন। এখন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাচাই করা হবে।’

ভর্তি-প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আসবে কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সেক্ষেত্রে বিজ্ঞান, কৃষি, সাধারণ, এভাবে কয়েকটি ভাগে পরীক্ষা নেওয়া হতে পারে।’

তবে, ঢাবির ভর্তি-পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘ঢাবির ভর্তি-পরীক্ষা কিভাবে  নেওয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি। অ‌্যাকাডেমিক কাউন্সিল, ডিন কমিটিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সভাপতি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘ভর্তি-পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে, এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন এই পরীক্ষা অনলাইনে হবে না কি সশরীরে হবে, আরও আলোচনা করে চূড়ান্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী মাসে আরেকটি সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেই সিদ্ধান্ত হয়েছিল চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় (ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোর তিন ভাগে  গুচ্ছভর্তি-পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত গুচ্ছভর্তি-পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে।

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য মীজানুর রহমান বলেন, ‘উপচার্যদের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি-পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিলেও  কারা গুচ্ছপদ্ধতিতে আসবে, এখনো সে বিষয় চূড়ান্ত হয়নি।’

জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন,‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রক্রিয়ার  স্বাতন্ত্র্য আছে। আমরা সেই আলোকেই পরীক্ষা নেবো।’

তবে,  ঢাবির অ‌্যাকাডেমিক কাউন্সিলেই এই বিষয়ে  চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়া হবে বলে উপাচার্য জানান। 

/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়