ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাবি আদায়ে নর্থসাউথ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২০ অক্টোবর ২০২০  
দাবি আদায়ে নর্থসাউথ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

দাবি আদায়ে তৃতীয়দিনের মতো মঙ্গলবারও (২০ অক্টোবর) আন্দোলন চালিয়ে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাদের দাবি, করোনা পরিস্থিতির কারণে গত সেমিস্টারে টিউশন ফির ২০ শতাংশ ওয়েবার দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি তা ৩০ শতাংশ করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ চলতি সেমিস্টার থেকে উল্টো সম্পূর্ণ ফি দিতে বলছে। ক্যাম্পাস বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের থেকে লাইব্রেরি ফি, কম্পিউটার ফি, স্টুডেন্ট একটিভিটি ফি ও অন্যান্য ফি রাখা হচ্ছে। যেখানে আমরা ঘরে বসে অনলাইনে নিজের টাকায় নেট কিনে ক্লাস করছি।

এদিকে গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইলফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবো। স্বল্প পরিসরে আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। প্রশাসন দাবি মেনে নিলে আমরা সরে আসবো।

জানা যায়, টিউশন ফি মওকুফ ও বাড়তি ফি আদায় বন্ধের দাবিতে রোববার দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের এক পর্যায়ে ১৮ অক্টোবর বিকেলে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দলের আলোচনা হয়। আলোচনা শেষে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে তিনদিন সময় নেয়।

ইয়ামিন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়