ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ঢাবিতে ভর্তির আবেদনের যোগ্যতায় পরিবর্তন আসতে পারে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪০, ২২ অক্টোবর ২০২০
‘ঢাবিতে ভর্তির আবেদনের যোগ্যতায় পরিবর্তন আসতে পারে’

করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য  জানা গেছে। তবে সেটি নির্ভর করছে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশের পর।

জানা গেছে, প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি-এইচএসসির মোট জিপিএর একটি নির্দিষ্ট পয়েন্ট ধরা হয়। প্রতি বছর ইউনিটভিত্তিক আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি ধরা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ‘ক’ ইউনিটে অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৮ থাকা আবশ্যক ছিল এবং পৃথকভাবে দুটিতে জিপিএ ৩.৫০ থাকতে হবে। ‘খ’ ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৭ এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় ৩ থাকা বাধ্যতামূলক। ‘গ’ ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় জিপিএ ৩.৫০ থাক বাধ্যতামূলক।

‘ঘ’ ইউনিটে মানবিকের পরীক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৭.০০ বিজ্ঞানের পরীক্ষার্থীদের জন্য জিপিএ ৮.০০ এবং ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থীদের জন্য জিপিএ ৭.৫০থাকতে হবে। না হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

‘চ’ ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে দুটি পরীক্ষায় জিপিএ ৩ থাকা আবশ্যক। এসএসসি ও এইচএসসির ফলাফলে চতুর্থ বিষয়সহ জিপিএ গণ্য করা হয়। তবে চলতি বছরেই ন্যূনতম জিপিএ নির্ধারণের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমাদের সবকিছু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। এবার আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। এখনো এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ। হয়নি। এর ফাঁকে আমাদের একাধিক মিটিং আছে। এর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

ইয়ামিন/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়