ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘চবির ভর্তিপরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ২০:২১, ২৫ অক্টোবর ২০২০
‘চবির ভর্তিপরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

একই সঙ্গে তিনি জানান, পূর্বের মতো শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষায় অংশ নিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, এবারের ভর্তিপরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনা করা হবে কিনা— এ বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়