Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৪ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪২৮ ||  ০২ জিলক্বদ ১৪৪২

ব‌্যবহারিক ক্লাস-পরীক্ষার সুযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫১, ২৮ অক্টোবর ২০২০
ব‌্যবহারিক ক্লাস-পরীক্ষার সুযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

শর্ত সাপেক্ষে বিশেষ বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তবে যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন শুধু তারাই এই সুযোগ পাবেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এটি কার্যকর করা হবে। এক্ষেত্রে দুজন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রেখে এই ক্লাস করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) জানা গেছে, মঙ্গলবার(২৭ অক্টোবর) ইউজিসির ভার্চুয়াল সভা হয়েছে। বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী একটি ক্লাসের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী ল্যাব ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন। একদিনে শুধু একটি ক্লাস নেওয়া যাবে।

বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য জানান, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। শুধু এসব শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

ইয়ামিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়