ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গুচ্ছপদ্ধতির ভর্তিপরীক্ষা নিয়ে ‘দোলাচলে’ অধিকাংশ বিশ্ববিদ‌্যালয়

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৬, ২৯ অক্টোবর ২০২০
গুচ্ছপদ্ধতির ভর্তিপরীক্ষা নিয়ে ‘দোলাচলে’ অধিকাংশ বিশ্ববিদ‌্যালয়

ঢাকা বিশ্ববিদ‌্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ‌্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর গুচ্ছপদ্ধতি নিয়ে ‘দোলাচলে’ অন্য বিশ্ববিদ্যালয়গুলো। 

প্রসঙ্গত, ৭ কৃষি বিশ্ববিদ্যালয় মিলে এক গুচ্ছে, ১১ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে একগুচ্ছে, ৩ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে একগুচ্ছে এবং ৯টি সাধারণ বিশ্ববিদ্যালয় মিলে একগুচ্ছে ভর্তি-পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর। গত কয়েক বছর ধরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছপদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে।  

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা বৈঠকের জন্য ইতোমধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।  বৈঠকের সমন্বয় করবে ইউজিসি।  তবে, সরাসরি না অনলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

অধ‌্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ঢাবি, রাবি, চবির মতো বড় শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যদি স্বাস্থ্যবিধির নিশ্চয়তা দিয়ে সশরীরে পরীক্ষা নিতে পারে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও  চেষ্টা করবে। তবে এজন্য অবশ্যই অ‌্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত জরুরি।’ তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে অবশ্যই বড় বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এগিয়ে আসা উচিত।’ 

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘ঢাবি তাদের বিভাগীয় পর্যায়ে ইউনিট ভাগ করে করে ভর্তি-পরীক্ষা নেওয়ার চিন্তা করছে। রাবি, চবিও যদি একইভাবে পরীক্ষা নেয়, তাহলে অনেক সময় লেগে যাবে। সবাই যদি গুচ্ছপদ্ধতিতে আসে, তাহলে সাধারণ, ইঞ্জিনিয়ারিং, কৃষি, আলাদা করে তিন গুচ্ছে ভর্তিপরীক্ষা নিলেই সমাধান হয়ে যায়।’ 

পরীক্ষা সশরীরে, না অনলাইনে যুক্তিযুক্ত মনে করছেন, এমন প্রশ্নের জবাবে ড. মিজান বলেন, ‘গুচ্ছপদ্ধতিতে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ এতে কমপক্ষে ২০ লাখ শিক্ষার্থীর সমাগম ঘটবে। যা অত‌্যন্ত ঝুঁকিপূর্ণ।  এক্ষেত্রে অনলাইন ছাড়া বিকল্প নেই। তবে, বড় বড় বিশ্ববিদ্যালয় না আসায় এখনো গুচ্ছপদ্ধতির বিষয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। ওই বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে।’

জানা গেছে, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বসতে যাচ্ছে ইউজিসি। ওই দিন বিকেল সাড়ে তিনটা থেকে কমিশনে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে। এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে, নাকি সরাসরি হবে, তা নিয়ে সেখানে নিজেরাই আলোচনা করবে। পরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’ সঙ্গে বসে সেটি চূড়ান্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিষয়টিও ওই বৈঠকে আলোচনা করা হবে।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-পরীক্ষা অনলাইনে হবে, না কি সরাসরি হবে, তা নিয়ে ইউজিসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৯ অক্টোবর এই নিয়ে ইউজিসি  বসবে।’

অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিষদ এই বিষয়ে ইতোমধ্যে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছে। যেন এ ব্যাপারে ইউজিসি উদ্যোগে নেয়। তবে, সেই সভার তারিখ এখনো ঠিক হয়নি।’ 

অধ্যাপক আলমগীর বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পরীক্ষা নেওয়া হবে, এটি সিদ্ধান্ত নিলেও কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে।’ 

সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও অধ‌্যাপক আলমগীর জানান।

ইয়ামিন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়