RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত নিতে আজ বসছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৯ অক্টোবর ২০২০  
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত নিতে আজ বসছে ইউজিসি

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে- সেই সিদ্ধান্ত নিতে আজ (২৯ অক্টোবর) বসতে যাচ্ছে ইউজিসি।

বিকেল সাড়ে ৩টা থেকে কমিশনে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে।

এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে, নাকি সরাসরি হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’ সঙ্গে বসে সেটি চূড়ান্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিষয়টিও ওই বৈঠকে আলোচনা করা হবে।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-পরীক্ষা অনলাইনে হবে, না কি সরাসরি হবে, তা নিয়ে ইউজিসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৯ অক্টোবর এই নিয়ে ইউজিসি  বসবে।’

অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিষদ এই বিষয়ে ইতোমধ্যে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছে। যেন এ ব্যাপারে ইউজিসি উদ্যোগে নেয়। তবে, সেই সভার তারিখ এখনো ঠিক হয়নি।’ 

অধ্যাপক আলমগীর বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পরীক্ষা নেওয়া হবে, এটি সিদ্ধান্ত নিলেও কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সঙ্গে সভা হওয়ার কথা রয়েছে।’ 

সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও অধ‌্যাপক আলমগীর জানান।

ইয়ামিন/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়