ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনলাইন ভর্তি পরীক্ষার সক্ষমতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ অক্টোবর ২০২০  
অনলাইন ভর্তি পরীক্ষার সক্ষমতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি

অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সক্ষমতা যাচাই করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ইউজিসির নিয়মিত সভায় এ কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান।

তিনি বলেন, আজকের বৈঠক মূলত উপাচার্যদের সংগঠন ‘উপাচার্য পরিষদ’র চিঠির আলোকে হয়েছে। আমাদের কাছে তারা চিঠি দিয়ে অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চেয়েছিলেন। যেহেতু আমরা এই বিষয়ে অভিজ্ঞ নই, তাই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এই বিষয়ে কাজ করবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে কমিশনে এই বৈঠক শুরু হয়।

এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে, নাকি সরাসরি হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’ সঙ্গে বসে সেটি চূড়ান্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। 

এছাড়া সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়।

ইয়ামিন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়