ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অটোপাস চায় ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২০ নভেম্বর ২০২০  
অটোপাস চায় ৭ কলেজের শিক্ষার্থীরা

করোনা পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তীব্র সেশনজটের আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থায় সব বর্ষে অটোপাস দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অটোপাসের দাবিটি জোরালোভাবে সবার কাছে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন শিক্ষার্থীরা। সেখানে আগামী ৩০ ডিসেম্বর কর্মসূচি দিয়েছেন তারা। এতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাকিব বলেন, এমনি সময়ে আমাদের অনার্স শেষ করতে ৭-৮ বছর সময় লেগে যায়। এরপর করোনার কারণে বন্ধ রয়েছে সব একাডেমিক শিক্ষা কার্যক্রম। এর ফলে আমাদের সেশনজট আরও দীর্ঘ হবে। তাই আমাদের সব ইয়ারের শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হোক।

শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা না নিয়ে অটোপাস দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, করোনার কারণে এ বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। এছাড়া স্কুল-কলেজে অটোপাস দিয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হচ্ছে। তাহলে আমরা কী দোষ করেছি?

ঢাকা কলেজের শিক্ষার্থী সাজিদ বলেন, আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তবে আমার সিজিপিএ আসেনি। কারণ হিসেবে জানানো হয়েছে, দ্বিতীয় বর্ষে একটি পরীক্ষায় আমার ফেল রয়েছে। করোনা পরিস্থিতিতে কবে পরীক্ষা হবে তারও নিশ্চয়তা নেই। এজন্য আমরা অটোপাসের দাবি জানাচ্ছি।

ইয়ামিন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়