ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবির হল খোলার দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১২, ২৪ ডিসেম্বর ২০২০
ঢাবির হল খোলার দাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের এ এফ রহমান হল (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া ও পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবিতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তারা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে একটি মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর হল ছাড়া অন্য কোথাও থাকার সামর্থ্য নেই। তাই হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।’

প্রগতিশীল ছাত্রজোটের দাবিগুলো হলো—
১. আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নিতে হবে।
২. ছাত্রলীগের দখলদারিত্ব থেকে হলগুলোকে মুক্ত করতে হবে।
৩. অতিরিক্ত হারে সেশন ফি, অন্যান্য ফি এবং জরিমানা নেওয়া বন্ধ করতে হবে। বেতন-ফি মওকুফ করতে হবে।
৪. পরিবেশ পরিষদের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে।

উল্লেখ‌্য, করোনা পরিস্থিতির জন্য গত মার্চ মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে। কিন্তু অনার্স শেষ না করতে পারায় আবেদন করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়