ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১১ জানুয়ারি সরকারি স্কুলে ভর্তির লটারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৪, ৩১ ডিসেম্বর ২০২০
১১ জানুয়ারি সরকারি স্কুলে ভর্তির লটারি

২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন‌্য আগামী ১১ জানুয়ারি অনলাইন লটারি হবে।

এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমার বাধ‌্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন‌্য আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বয়স জটিলতার কারণে যারা আবেদন করতে পারেনি, তাদের জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আবেদনের সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে। যারা জটিলতায় পড়েছে তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। ১১ জানুয়ারি লটারি হবে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে তা দুই দিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়