ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমপিওভুক্তি: যেসব শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৫ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৫৪, ১৫ জানুয়ারি ২০২১
এমপিওভুক্তি: যেসব শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

এমপিওভুক্তির জন্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুই দিনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ে কতজন শিক্ষকের অনুমোদিত পদ আছে এবং এসব পদের বিপরীতে কারা বিধি মোতাবেক এমপিওভুক্ত হতে পারেননি, তাদের তথ্যাদি জানা প্রয়োজন। মাধ্যমিক পর্যায়ের পাঠদান করা হয়, কিন্তু নিম্ন মাধ্যমিক বিদ‌্যালয় হিসেবে এমপিওভুক্ত, এমন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয়ের জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত পদ কতটি, কর্মরত আছেন কতজন, শূন্য পদ কতটি এবং কতজন এমপিওভুক্ত হতে পারেননি, তা সংযুক্ত ছকে ১৭ জানুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়