ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এসএসসিতে অটো পাসের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৯ জানুয়ারি ২০২১  
এসএসসিতে অটো পাসের দাবি

সেশনজট থেকে মুক্ত থাকতে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এসএসসিতে অটো পাস করে দেওয়ার দাবি জানিয়েছেন দশম শ্রেণির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ফেসবুক গ্রুপ ‘২০২১ এসএসসি বাতিল চাই অফিশিয়াল’ আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ‌্যান্ড কলেজের ছাত্র রায়ান উৎস বলেন, ‘শিক্ষামন্ত্রী ২০২১ সালের জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন। করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের পরিস্থিতি খারাপ। বাংলাদেশের পরিস্থিতিও সুবিধাজনক নয়। জুনে পরীক্ষা দেওয়ার আগে যদি আমি করোনা পজিটিভ হই, তাহলে আমি আর পরীক্ষাকেন্দ্রে যেতে পারব না। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে পড়তে পারি। যদি জুন মাসে এসএসসি পরীক্ষা শুরু হয়, পরীক্ষা নিতে নিতে জুন চলে যাবে। জুলাই-আগস্ট মাস চলে যাবে ফল দিতে। সেপ্টেম্বর-অক্টোবর মাস চলে যাবে কলেজে ভর্তি হতে। ফলে প্রায় এক বছর সেশনজটে পড়ব আমরা। আমরা এ সেশনজট চাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি মানবিক আবেদন— বিকল্প পদ্ধতিতে বিগত পিএসসি এবং জেএসসির ফল মূল্যায়ন করে আমাদের অটো পাস করিয়ে দেওয়া হোক।’

মানববন্ধনে ওই ফেসবুক গ্রুপের সদস‌্য রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়