Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৩ রজব ১৪৪২

‘সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৩৯, ২০ জানুয়ারি ২০২১
‘সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে’ 

শূন্য থেকে ৫ বছর পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।  প্রাথমিকে ভর্তির বাইরে কোনোও শিশু না থাকে সে জন্য এ জরিপ করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (২০ জানুয়ারি) মুঠোফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মহা-পরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চলতি বছর শিশু জরিপ শুরু করবে সরকার। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হবে। জরিপ শেষে ৫ বছর থেকে তার বেশি বয়সি শিশুদের ইউনিক আইডি দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দুটি প্রকল্পের মাধ্যমে ইউনিক আইডি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।
মহাপরিচালক আরও বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রোফাইল প্রণয়ন ও এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড

এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) শীর্ষক প্রকল্প দুটি হাতে নেওয়া হবে। এর আওতায় ৫ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীরা ইউনিক আইডি পাবে। আর ১৮ বছর বয়সের পর সেটি জাতীয় পরিচয়পত্র হিসেবে রুপান্তরিত হবে।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়