ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নামমাত্র ফি নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২০ জানুয়ারি ২০২১  
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নামমাত্র ফি নেওয়ার সিদ্ধান্ত

ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নামমাত্র একটি ফি নেওয়া হবে। তবে সেটি কত হতে পারে- তা এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (২০ জানুয়ারি) সমন্বিত ভর্তি পরীক্ষার অর্থ উপ-কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাকক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির ‘অর্থ উপকমিটি’র একটি সভা হয়। এতে ভর্তি পরীক্ষায় ন্যূনতম একটি ফি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমন্বিত ভর্তি পরীক্ষার অর্থ উপকমিটির আহ্বায়ক কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বাজেট–সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।  বাজেটে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আয়-ব্যয় সংক্রান্ত খাতগুলো নির্ধারণ করা হয়।  করোনা পরিস্থিতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের ন্যূনতম পরীক্ষার ফি ধার্য করে সাশ্রয়ী খরচে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পরবর্তী সভায় পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইয়ামিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়