ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাথমিকের ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২০ জানুয়ারি ২০২১  
প্রাথমিকের ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি

২০১৯ এর আগে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষক ১৩তম গ্রেড পাবেন।  মঙ্গলবার (১৯ জানুয়ারি) ১৩তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালরে জারি করা আদেশে এ তথ‌্য জানানো হয়। 

সরকারের ঘোষণার পর দীর্ঘ ১১ মাস পার হলেও এটি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ছিল শিক্ষকদের মধ‌্যে। এছাড়াও কোন শিক্ষক এ বেতন গ্রেড পাবেন বা পাবেন না- তা নিয়ে শিক্ষকদের মধ্যে চলছিল নানা গুঞ্জন। অবশেষে অবসান ঘটল এ গুঞ্জনের।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত ওই আদেশে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব রওনক আফরোজা সুমা। আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির আগে নিয়োগপ্রাপ্ত যেসব শিক্ষক কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনগ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি দেয়া হলো।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামসুদ্দিন মাসুদ বলেন, এর ফলে যেসব শিক্ষক এসএসসি পাস সেসব শিক্ষকও ১৩তম গ্রেড পাবেন। এজন্য তিনি অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।


 

ঢাকা/ইয়ামিন/এসএন  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়