ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্চের প্রথম সপ্তাহে ঢাবির হল খোলার সুপারিশ প্রভোস্ট কমিটির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২৬ জানুয়ারি ২০২১  
মার্চের প্রথম সপ্তাহে ঢাবির হল খোলার সুপারিশ প্রভোস্ট কমিটির

মার্চের প্রথম সপ্তাহ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি।

স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে শুধু স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় এই পরামর্শ দেওয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, যেহেতু সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই বিভিন্ন হলের প্রভোস্টগরাও অগ্রাধিকার ভিত্তিতে শুধু স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। এটি এখন ডিনস কমিটির সভায় যাবে।

 

ইয়ামিন/এসএন  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়