ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৯ বিশ্ববিদ‌্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২১
২৯ বিশ্ববিদ‌্যালয়ে হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

২০২০-২১ শিক্ষাবর্ষে ২৯টি বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এসব বিশ্ববিদ্যালয়েই হবে পরীক্ষাকেন্দ্র। এর বাইরে কোথাও ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে না বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দিতে চাই। সেজন্য আমরা গুচ্ছভুক্ত ২৯টি বিশ্ববিদ্যালয়কেই পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করব। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাকেন্দ্রের ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।’

কলেজগুলোতে পরীক্ষার কেন্দ্র করে সবাইকে পরীক্ষার সুযোগ দেওয়া যায় কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র করতে পারব না। কারণ, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতেই ভর্তি পরীক্ষার আয়োজন করতে চাই।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়