ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবিতে দেব স্মারক বক্তৃতা ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১২ ফেব্রুয়ারি ২০২১  
ঢাবিতে দেব স্মারক বক্তৃতা ১৪ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণাকেন্দ্রের উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি (রোববার) বিকেল সাড়ে ৩টায় দেব স্মারক বক্তৃতা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণাকেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘সত্য-উত্তর সমাজ: সত্য-মিথ্যার বিভ্রান্তিকর রসায়ন’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম (এম এম আকাশ)।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে গোবিন্দ দেব দর্শন গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ স্বাগত বক্তব্য দেবেন। 

 

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়