ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পুলিশকে লাল গোলাপ দিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
পুলিশকে লাল গোলাপ দিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা

রাজধানীর নীলক্ষেতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ‌্যালয় অভিযুক্ত ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদস্যদের লাল গোলাপ উপহার দেন তারা। পুলিশ সদস্যরাও হাসিমুখে সেই ফুল গ্রহণ করেন।

এর আগে বুধবার সকাল থেকে চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারসহ হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারসহ  চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ও ঢাকা কলেজের ছাত্র এ কে এম আবু বকর বলেন, ‘যেখানে করোনার প্রভাবে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের হটকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি আমরা। ৭ কলেজের চলমান পরীক্ষাগুলো  চলতি রুটিনে নিয়ে নেওয়ার দাবিতে গতকালও  বিক্ষোভ করেছি।’ বুধবার সকাল থেকে  তারই ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে বলেও তিনি জানান।

ইয়ামিন/এনই 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়