ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান-প্রধানদের বেতন গ্রেড-৬ করার দাবি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান-প্রধানদের বেতন গ্রেড-৬ করার দাবি

সরকারি স্কুলের প্রধানশিক্ষকদের মতো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বেতনও গ্রেড-৬  করার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ’।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক নৃপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র চৌধুরী, মোহাম্মদ শফিউদ্দিন, মাসুম বিল্লাহসহ দেশের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকর। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব মজিবুর রহমান বাবুল লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বিদ্যমান কোনো শিক্ষক সংগঠনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ২০২০ সালের ১০ অক্টোবর সারা বাংলাদেশের মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে এ সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখার জন্য ১০০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের কথা উল্লেখ করে মজিবুর রহমান বলেন, করোনার কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করা সম্ভব হয়নি। তবে কার্যক্রম অব্যাহত রেখেছি। ইতোমধ্যে  ৪০টিরও বেশি জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছি।

সংবাদ সম্মেলনে সংগঠনের ১৩ দফা দাবি তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ উৎসব ভাতা, বিধি মোতাবেক বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া; শিক্ষকদের ৩০ শতাংশ প্রেষণে পদায়নের ব্যবস্থা করা; আইএলও ও ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ম্যানেজিং কমিটির সংস্কার করা; জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষকদের চাকরিকালীন পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা; সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারীর ইএফটি অন্তর্ভুক্তিকরণ প্রভৃতি।

ঢাকা/মামুন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়