ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘যতবেশি আলোচনায় থাকবে, ততবেশি পরিচিত হবে ক্যাম্পাসটি’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৪:৪৬, ৪ মার্চ ২০২১
‘যতবেশি আলোচনায় থাকবে, ততবেশি পরিচিত হবে ক্যাম্পাসটি’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, যত বেশি আলোচনা, সমালোচনায় থাকবে, ততবেশি ক্যাম্পাসটি পরিচিত হবে। এটাকে ব্রান্ডিং করা আমার দায়িত্ব।

বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বেরোবি উপাচার্য বলেন, ‘অপরাজনীতি করার জায়গা বিশ্ববিদ্যালয় নয়। হয়ত শিক্ষামন্ত্রী আমাকে ব্যক্তিগত অপছন্দ করেন। সেজন্য আমাকে নিয়ে এসব করছেন।আর আমি যা করি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি ঢাকায় অবস্থান করছি। এবং এখানে সিন্ডিকেট মিটিং করে থাকি। ক্যাম্পাসে না থাকা সাংবিধানিকভাবে স্বীকৃত।’ 
কিন্তু সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকার বিষয়ে রাষ্ট্রপতির আদেশ রয়েছে এমনটা প্রশ্ন করলে তিনি বলেন, এটা সাংঘর্ষিক।
পদত্যাগে ইচ্ছুক কি না জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি রাষ্ট্রপতির আদেশে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এসেছি। তার আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা আমার নেই। আমি বিতর্কের কিছুই করিনি।’

ইউজিসির তদন্ত প্রতিবেদন সঠিক নয় উল্লেখ করে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ইউজিসি এ দায়িত্ব এড়াতে পারে না। এ কমিশন এ অবস্থায় পৌঁছেছে দু:খজনক। আমি এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

নাজমুল আহসান কলিমউল্লাহ আরও বলেন, ‘ইউজিসির ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন রয়েছে। দ্বিতীয় ভিসি বিশ্ববিদ্যালয়াটিকে একটি দেওলিয়া করে দিয়ে গেছেন। ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের মত একটা পবিত্র জায়গায় এটা মানানসই না। শিক্ষামন্ত্রী এ পবিত্র পদে থাকা কাম্য নয়।’

আগের ভিসি টাকার বিনিময়ে শিক্ষক, কর্মকর্তা কর্মচারি নিয়োগ দিয়ে পুরো গোঁজামিল করে গেছেন। একটি বিশেষ এলাকার লোকজন নিয়োগ দেওয়া হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে। এক ভাই প্রফেসর, আরেক ভাই পিয়নও আছে। এখানের শিক্ষকরা আমার বিরুদ্ধে অভিযোগের কারণ আমাকে না পাওয়া। তবে আমি আইনের বাইরে একদিনও চলিনি বলেও জানান বেরোবি উপাচার্য।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়