ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এমপিও কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৫ মার্চ ২০২১  
এমপিও কমিটির সভা আজ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও ছাড়করণ কমিটির সভা আজ।

সোমবার (১৫ মার্চ) দুপুরে এ সভা হবে।

প্রতি বিজোড় মাসে একবার এ কমিটির সভা হয়। আজকের সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সভায় সংশ্লিষ্ট বিভাগের তিনজন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা অংশ নেবেন। শিক্ষা অধিদপ্তরের অনুষ্ঠেয় এ সভায় শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ নানা বিষয়ে আলোচনা হবে।

এ প্রসঙ্গে মাউশির এক পরিচালক বলেন, বৈঠকে গত দুই মাসের এমপিও হওয়া শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ ও যেসব আবেদন পড়েছে তা থেকে এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়