ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন এমপিওভুক্ত ১১২৮ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ১৫ মার্চ ২০২১   আপডেট: ০২:০৩, ১৬ মার্চ ২০২১
নতুন এমপিওভুক্ত ১১২৮ শিক্ষক-কর্মচারী

নতুন করে ১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

সোমবার (১৫ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের এমপিওভুক্ত করা হয়। 

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১ হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরে সভায় তোলা হবে। 

মাউশি সূত্র জানায়, নাম ও বয়স সংশোধন, টাইম স্কেল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনসহ নানা বিষয়ে ৪ হাজার ৯৭৫টি আবেদনপত্র জমা পড়েছে। নিয়ম অনুযায়ী প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সোমবার (১৫ মার্চ) এ সভা ডাকা হয়। সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, উপপরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন, নয়জন আঞ্চলিক উপপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা ছিলেন।

 

ইয়ামিন /এসএন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়