ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাংবাদিকদের ওপর হামলার বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৬ মার্চ ২০২১  
সাংবাদিকদের ওপর হামলার বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি

পেশাগত দায়িত্ব পালনের সময় ‘প্রথম আলো’ ও ‘বাংলা ট্রিবিউন’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি আসিফ হাওলাদার ও আবিদ হাসান রাসেলের ওপর হামালার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে ডুজার দপ্তর সম্পাদক ইসমাইল সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুমকি দেওয়া হয়।

সমিতির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা নিজের নিরাপত্তার বিষয়টি না ভেবে  নানা ধরনের অসঙ্গতি তুলে ধরেন। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে হামলা চালানো হচ্ছে। নিরপেক্ষ সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

ইয়ামিন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়