ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা ৩ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৩০ মার্চ ২০২১  
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা ৩ এপ্রিল শুরু

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা তিন দিন পেছানো হয়েছে।  পুর্ব নির্ধারিত তারিখ ৩১ মার্চের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে।

মঙ্গলবার (৩০ মার্চ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

তিনি আরও বলেন, সরকরের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদ্রাসা বন্ধ আছে।  তবে স্বাস্থবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।  যারা এ মুহূর্তে পরীক্ষায় অংশ নিতে পারবে না, মাদ্রাসার প্রত্যয়ন সাপেক্ষে আল-হাইআতুল উলয়া তাদের জন্য পরবর্তী সময়ে পরীক্ষার ব্যবস্থা করবে।

সোমবার (৩০ মার্চ) কওমি মাদ্রাসাসহ সব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাসহ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার।  এতে ১৬ নম্বর নির্দেশনায় বলা আছে, সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।
 

ইয়ামিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়