ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩১ মার্চ ২০২১   আপডেট: ১২:১৪, ৩১ মার্চ ২০২১
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ।

গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আজ বুধবার (৩১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আগামী ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

এ প্রসঙ্গে অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ আবেদনের শেষ দিন। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ভুল সংশোধন করার সুযোগ থাকছে। তবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।’

জানা গেছে, এবার প্রায় তিন লাখ ২০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে। গত ২৯ মার্চ প্রকাশিত তথ্যানুযায়ী, ক-ইউনিটে মোট আবেদন জমা পড়ে এক লাখ ১৯ হাজার, খ-ইউনিটে ৪৫ হাজার, গ-ইউনিটে ২৬ হাজার, ঘ-ইউনিটে এক লাখ ১৪ হাজার এবং চ-ইউনিটে ১৯ হাজার ৮০০।

ইয়ামিন/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়