Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

করোনায় মারা গেলেন ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষক ড. গালিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৮ এপ্রিল ২০২১  
করোনায় মারা গেলেন ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষক ড. গালিব

ড. গালিব আহসান খান (ফাইল ফটো)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও দার্শনিক ড. গালিব আহসান খান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

ড. গালিব আহসান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ‌্যাপক ড. কাজী শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য় অধ‌্যাপক ড. মসিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশিদ।

পৃথক শোক বার্তায় তারা বলেন, অধ্যাপক ড. গালিব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালযের দর্শন বিভাগের নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন।

তারা অধ্যাপক ড. গালিবের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়