Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৪ শাওয়াল ১৪৪২

ঢাবিতে সেমিস্টারের সময় কমানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২২ এপ্রিল ২০২১  
ঢাবিতে সেমিস্টারের সময় কমানোর পরিকল্পনা

করোনার ক্ষতি পোষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের সেমিস্টার চার মাস করার পরিকল্পনা চলছে। পাশাপাশি বছরভিত্তিক সেশনকে আট মাস করার আলোচনা চলছে। এছাড়া, আটকে থাকা পরীক্ষা নেওয়া ও এগুলোর ফলাফল দ্রুত প্রকাশের বিষয়েও আলোচনা হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘করোনার ক্ষতি কাটিয়ে উঠতেই এ ধরনের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি বাস্তবায়ন হলে করোনার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে শিক্ষকরাও মনে করেন ।’

করোনার কারণে চলমান সেশন জটিলতা কাটিয়ে উঠতে বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পরপরই আমরা আটকে থাকা পরীক্ষাগুলো নিয়ে নেব। এ পরীক্ষাগুলোর ফলাফল অল্প সময়ের মধ্যে প্রকাশেরও প্রস্তুতি আমাদের রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মে মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে। এই সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘করোনার কারণে ক্ষতির দিক থেকে শিক্ষাখাতে তুলনামূলক প্রভাবটা বেশি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেশনজট কাটানোর সম্ভাব্য উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে এটিও একটি।’

উল্লেখ‌্য, করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। 

 

ঢাকা/ইয়ামিন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়