Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

প্রাথমিক শিক্ষকদের অভিন্ন পরিচয়পত্রের বিষয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২২ এপ্রিল ২০২১  
প্রাথমিক শিক্ষকদের অভিন্ন পরিচয়পত্রের বিষয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক বিদ‌্যালয়ের শিক্ষকদের অভিন্ন পরিচয়পত্রের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া নমুনা অনুসারে পরিচয়পত্র তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সংক্রান্ত এক অফিস আদেশে স্বাক্ষর করেন ডিপিই’র পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান। আদেশে আটটি নতুন নির্দেশনা সংযোজন করা হয়।

নির্দেশনাগুলো হলো—
ক. ওয়েবসাইটে দেওয়া নমুনা অনুসারে পরিচয়পত্র তৈরি করতে হবে। ফলে সারা দেশে অভিন্ন আইডি হবে।

খ. প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা।

গ. অফিস প্রধানরা তাদের অফিসে কর্মরত সবার এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধঃস্তন অফিস প্রধানদের পরিচয়পত্র দেবেন।

ঘ. দাপ্তরিক পরিচয়পত্র ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা পরিচয়পত্রের নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ই-প্রাইমারি-স্কুল-সিস্টেম থেকে সংগ্রহ করে তার আওতাধীন সবাইকে জানাবেন।

ঙ. শিক্ষক-কর্মচারীদের তথ্য ও ছবি সংগ্রহ করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে দাখিল করবেন।

চ. নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এনআইডি এবং শিক্ষক পিন নম্বর সংযোজিত পরিচয়পত্রে স্বাক্ষর করে ব্যবহারকারীকে দেবেন।

ছ. শিক্ষকরা পরিচয়পত্র সংরক্ষণ ও ব্যবহার করবেন। কর্মস্থল-বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্র সহকারে চলাচল করবেন।

জ. পরিচয়পত্র তৈরিতে স্থানীয়ভাবে কালার প্রিন্ট ও লেমিনেশন করতে হবে। বিদ্যালয়ের ক্ষেত্রে স্লিপ ফান্ড এবং অফিস আনুষঙ্গিক খাত থেকে খরচ করা যেতে পারে।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়