ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোট বই ও কোচিংয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১০, ২৯ এপ্রিল ২০২১
নোট বই ও কোচিংয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

প্রায় ১১ বছর ঝুলে থাকার পর ‘শিক্ষা আইনের’ খসড়ায় সহায়ক বইয়ের নামে নোট বই এবং কোচিংকে শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের করা এ খসড়া আইনের নোট বই ও কোচিংসহ কয়েকটি জায়গায় আপত্তি তোলে জনপ্রশাসনসহ ৬টি মন্ত্রণালয়।

এসব আপত্তির ব্যাখ্যা ও খসড়া শিক্ষা আইন চূড়ান্ত করতে রোববার (২ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বৈঠকে বসছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে নোট গাইড নিষিদ্ধ রয়েছে। কিছু শর্তে চলছে কোচিং। সুনির্দিষ্ট আইন না থাকায় যে যারা মত করে সহায়ক বইয়ের নামে নোট বই বাজারজাত করছে। চলছে কোচিং। ১১ বছর ঝুলে থাকার পর গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা আইনের খসড়া করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেখানে নোট-গাইড নিষিদ্ধ করা হয়। তবে শর্তসাপেক্ষে বৈধতা দেওয়া হয় ‘সহায়ক’ বইকে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোববারের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। তারপর তা মন্ত্রিপরিষদে পাঠানো হবে।’

নোট ও কোচিং এর বিষয়ে ৬ মন্ত্রণালয়ের আপত্তির কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তাও রোববারের সভায় চূড়ান্ত হবে।’

ঢাকা/ইয়ামিন/রাখী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়