ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৪ মে ২০২১   আপডেট: ১৩:০৮, ৪ মে ২০২১
উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করবে

নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠান থেকে উপবৃত্তিপ্রাপ্ত ৮ম শ্রেণির উত্তীর্ণ শিক্ষার্থী অথবা উপবৃত্তিপ্রাপ্ত অন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন করা যাবে আগামী ১১ মের মধ্যে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতায় এ আবেদন করবে।

মঙ্গলবার (৪ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নিমাধ্যমিক প্রতিষ্ঠানের ২০২০ সালের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানে ২০২১ সালে ভর্তি হলে শিক্ষার্থী কর্তৃক আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

HSP-Mis এ প্রবেশ করে মেনুবার অনুসরণ করে ‘উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করুন। ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ বাটনে ক্লিক করুন। ‘শ্রেণি’ অপশনে ক্লিক করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন। শিক্ষার্থীর নামের তালিকায় কার্যক্রমের নিচে কলম বাটনে ক্লিক করুন।

বদলিকৃত শিক্ষার্থীর তথ্য অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা, বদলি প্রতিষ্ঠান সিলেক্ট করে ‘শিক্ষার্থী ট্রান্সফার’ বাটনে ক্লিক করে শিক্ষার্থী ভর্তিকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হবে।

ইয়ামিন/রাখী/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়