ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আনন্দ কুমার সাহা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৭ মে ২০২১   আপডেট: ০৮:৪১, ৭ মে ২০২১
রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আনন্দ কুমার সাহা

অধ্যাপক আনন্দ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে ওই দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মে রাবির উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহান। সেই নিয়োগের চার বছর শেষ হয় ৬ মে। এর আগে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

রাবি/সাইফুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়