ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শতভাগ উৎসব ভাতা দাবি বেসরকারি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৭ মে ২০২১  
শতভাগ উৎসব ভাতা দাবি বেসরকারি শিক্ষকদের

ঈদুল আযহার আগে শতভাগ উৎসব ভাতা প্রদানসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ মে) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০টি সংগঠন সম্মিলিতভাবে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।

শিক্ষকদের দাবি, সরকার যেন তার চলমান মেয়াদেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করেন এবং ২০২১-২০২২ এর জাতীয় বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ পূর্বক ঈদ-উল-আযহার পূর্বে শতভাগ বোনাস প্রদান করেন।

শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক জসিম উদ্দিন আহমদ জানান, আইএলও  এবং ইউনেস্কোর পরামর্শ হলো বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ অর্থ বরাদ্দ রাখা উচিত এবং বাজেটের মোট ব্যয়ের ২০ শতাংশ অর্থ শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত। কিন্তু এ পর্যন্ত সরকার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ এবং মোট ব্যয়ের ১১.৬৯ শতাংশ এর বেশি অর্থ খরচ করেনি। সরকার যদি জিডিপির ৪ শতাংশ এবং মোট ব্যয়ের ১৫ শতাংশ টাকা আগামী ৩ টি বাজেটে শিক্ষা খাতে খরচ করে তাহলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে পারে।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়