ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাথমিকের শিক্ষার্থীদের ‘কোডিং’ শেখাবে আইসিটি বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ৭ জুন ২০২১  
প্রাথমিকের শিক্ষার্থীদের ‘কোডিং’ শেখাবে আইসিটি বিভাগ

প্রাথমিক শিক্ষাস্তর থেকেই শিশুদের প্রোগ্রামিং শেখানোর বিষয়ে উৎসাহী করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের আগেই আইসিটি বিভাগ আগামী জানুয়ারি মাস থেকে প্রাথমিক স্কুলে কোডিং শেখানোর কাজ শুরু করতে চায়।

সোমবার (৭ জুন) আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার (৬ জুন) রাতে অংশীজনদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য ১১ সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও বিডিওএসএন’র সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ সংযুক্ত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়