ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নন-এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৬ জুন ২০২১   আপডেট: ১১:৫৬, ১৬ জুন ২০২১
নন-এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় বলছে, শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোকে জানানো যাচ্ছে যে, অনার্স অধিভুক্তি প্রদানের আগে ওই কোর্সের নিয়োগ করা শিক্ষকদের বিষয়ে কলেজ থেকে দেওয়া অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।

জানা গেছে, গত বছর করোনা শনাক্তের পর থেকে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বন্ধের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হলেও নন এমপিও শিক্ষকদের বেতন ঠিকমত দেওয়া হয় না।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়