ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষকদেরও লাগবে ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২২ জুন ২০২১  
শিক্ষকদেরও লাগবে ডোপ টেস্ট

শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে আগে শুধু স্বাস্থ্য পরীক্ষা করা হতো। কিন্তু, এখন থেকে ডোপ টেস্ট করারও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ‌্যমে নিয়োগ পাওয়া নতুন ২ হাজার ১২১ জন শিক্ষকের জন‌্য স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন‌্য পিএসসির সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে। তবে, এবার এক্সরে রিপোর্ট, প্রস্রাব ও চক্ষু পরীক্ষার সঙ্গে ডোপ টেস্টও বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, গণিত, শারীরিক শিক্ষা, ভূগোল, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান—এ আটটি বিষয়ের সব শিক্ষক স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। এছাড়া, জীববিজ্ঞানে সুপারিশপ্রাপ্ত ২২৭ জনের মধ্যে ২১১ জন, বাংলায় সুপারিশপ্রাপ্ত ৫০৫ জনের মধ্যে ৫০৪ জন, চারুকলায় সুপারিশপ্রাপ্ত ১৫৭ জনের মধ্যে ১৪১ জন, ধর্মে সুপারিশপ্রাপ্ত ২৫৩ জনের মধ্যে ২৫২ জন স্বাস্থ্য পরীক্ষার জন‌্য মনোনীত হয়েছেন।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়