ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই মাস পেছালো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ জুলাই ২০২১   আপডেট: ১৮:০৫, ১৩ জুলাই ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই মাস পেছালো

করোনার ঊর্ধ্বগতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাইয়ের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে, ২ অক্টোবর কলা অনুষদের ভর্তি পরীক্ষা, চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা হবে ৯ অক্টোবর, এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের, ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাবির ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই  পরীক্ষার পরবর্তী তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। আশা করছি নির্ধারিত তারিখে আমরা পরীক্ষা নেওয়া শুরু করতে পারবো।

ঢাকা/ইয়ামিন/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ