ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ ১১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৪ জুলাই ২০২১   আপডেট: ১২:২৯, ১৪ জুলাই ২০২১
ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ ১১ সেপ্টেম্বর থেকে

করোনার ঊর্ধ্বগতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাইয়ের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বুধবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও প্রবেশপত্র গ্রহণের সময়সীমা জানানো হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ , ২ অক্টোবর কলা অনুষদ, ৯ অক্টোবর চারুকলা অনুষদ লিখিত (অঙ্কন), এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদ এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে।

এ পর্যন্ত তৃতীয় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হলো। প্রথম দফায় ঘোষিত তারিখ অনুযায়ী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত এ পরীক্ষা আয়োজনের কথা ছিল। গত ২৯ এপ্রিল তা পরিবর্তন করে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৩ জুলাই) সেটিও পরিবর্তন করে ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত করার সিদ্ধান্ত হয়।

ইয়ামিন/মাহি   

আরো পড়ুন  



সর্বশেষ