ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবার স্থগিত ৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৭ জুলাই ২০২১   আপডেট: ১৯:৪৬, ২৭ জুলাই ২০২১
আবার স্থগিত ৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এরও আগে এ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ১২ জুন। এ নিয়ে তিন দফা পেছানো হলো ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভর্তি কমিটি আগামী ১২ আগস্টের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরে ভর্তি কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখ ঘোষণা করবে।  

বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়