ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভিকারুননিসার ছাত্রী ও অভিভাবককে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ২৯ জুলাই ২০২১   আপডেট: ২৩:০২, ২৯ জুলাই ২০২১
ভিকারুননিসার ছাত্রী ও অভিভাবককে হেনস্তার অভিযোগ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ সুজন ও তার মেয়ে একাদশ শ্রেণিতে অধ‌্যয়নরত মমতাজ মজিদকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি রমনা থানায় জিডি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও অভিভাবক ফোরামের একজন নেতার ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে এ প্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক ও তার মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাতে অশ্লীল মন্তব্য লেখা হচ্ছে। এতে তাদের পরিবার সামাজিকভাবে হেয় হচ্ছে।

এ বিষয়ে আব্দুল মজিদ সুজন বলেছেন, ‘আমার মেয়ে ও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুক থেকে আমাদের ছবি নিয়ে তাতে অশ্লীল মন্তব‌্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমি গত ১৬ জুলাই রমনা থানায় একটি জিডি করেছি। এতেও এসব নোংরামি বন্ধ হয়নি। এতে আমার পরিবারের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। আমার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি দেওয়ায় আমার মেয়ের সহপাঠী ও বন্ধুরা তাকে নানা ধরনের প্রশ্ন করছে। আত্মীয়-স্বজনরা নানা কিছু জানতে চাচ্ছে। এতে আমার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়