ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ভিকারুননিসার ঘটনায় তদন্ত: আরও ৩ দিন সময় চেয়েছে কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৩ আগস্ট ২০২১  
ভিকারুননিসার ঘটনায় তদন্ত: আরও ৩ দিন সময় চেয়েছে কমিটি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক মীর সাহাবুদ্দিন টিপুর ফাঁস হওয়া ‘কথোপকথনের’ ঘটনার তদন্ত শেষ হলেও রেকর্ড করা অডিও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এ জন্য তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস‌্য বলেন, ‘তদন্তকাজ শেষে বর্তমানে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে রেকর্ড করা অডিওটি আসল নাকি ‘এডিট’ করা তা যাচাই করতে অভিজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সেটি এলে চূড়ান্তভাবে প্রতিবেদন ও সুপারিশ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে নির্ধারিত কমিটির মেয়াদ তিন দিন হলেও এ সময় বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দপ্তরে আবেদন করা হয়েছে। নতুন করে আরও তিন দিন সময় চাওয়া হয়েছে।’

মঙ্গলবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সচিব মো. মাহাবুব হোসেন বলেন, ‘কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে ২৭ জুলাই ভিকারুননিসার অধ্যক্ষ ও অভিভাবকের ফোনালাপের ঘটনা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্য হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সোমবার (২ আগস্ট) এ সময় শেষ হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের অধ্যক্ষ জানান, তিনি কাউকে গালিগালাজ বা হুমকি দেননি। কিছু অভিভাবক তার কাছে অনৈতিক সুবিধা চেয়ে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অধ্যক্ষ পদ থেকে তাকে সরাতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এ কারণে তার সঙ্গে একজন অভিভাবকের কথা হলেও তিনি সেটি ‘সুপার এডিট’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

ইয়ামিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়