ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৪ আগস্ট ২০২১  
মুজিববর্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি

মুজিববর্ষে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণ করার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম।

বুধবার (৮ আগস্ট) এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষক সমিতি।

এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, আপনার হাত ধরেই দেশের প্রাথমিক শিক্ষা এখন পরিপূর্ণভাবে জাতীয়করণ হয়েছে। যা ১৯৭৩ সালে সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন। দীর্ঘ ৩৪ বছর পর আপনি প্রথম এমপিওভুক্ত শিক্ষকদেরকে ২০১৮ সালে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ১০০ টাকার বাড়ি ভাড়া ১০০০ টাকায় উন্নীত, ১৫০ টাকার চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং বেসরকারি শিক্ষক নিয়োগ ব্যবস্থায় এসেছে স্বচ্ছতা। এছাড়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেলে শতভাগ বেতন পেলেও দীর্ঘ ১৭ বছরেও ২৫ শতাংশ উৎসব ভাতার কোনো পরিবর্তন নেই। ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা যা বর্তমান সময়ে খুবই অপ্রতুল। ২টা উচ্চতর গ্রেড দেওয়ার কথা থাকলেও শুধু ১টি উচ্চতর গ্রেড নিয়ে শিক্ষকদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলী প্রথা চালু নেই ২৯ বছরেও। অনার্স-মাস্টার্স শিক্ষকদেরকে এমপিওভুক্ত করা হয়নি। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণ ঘোষণাও জরুরি।

স্মারকলিপিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ বেতন বৈষম্যের শিকার। বেতন বৈষম্য আর শিক্ষক সমাজকে ক্ষুধার্ত রেখে শিক্ষার গুণগত মান উন্নয়ন তথা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করা হলে সরকারের তেমন অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়