ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবিতে গণরুম-গেস্টরুম বন্ধে একমত ছাত্রলীগসহ ১৩  ছাত্রসংগঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৯:০৫, ৮ সেপ্টেম্বর ২০২১
ঢাবিতে গণরুম-গেস্টরুম বন্ধে একমত ছাত্রলীগসহ ১৩  ছাত্রসংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে গণরুম-গেস্টরুম বন্ধের পক্ষে মত দিয়েছে ছাত্রলীগ-ছাত্রদলশ ১৩টি ছাত্রসংগঠন। একইসঙ্গে সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (৭ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রীয়াশীল ১৩টি ছাত্রসংগঠনের প্লাটফর্ম ‘পরিবেশ পরিষদ’ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে করা এক মিটিংয়ে এসব দাবি জানিয়েছে।

মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় খোলার সময়সীমা এগিয়ে সেপ্টেম্বরের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছি। পাশাপাশি গণরুম-গেস্টরুম বন্ধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। এবং সব ধরনের সহযোগিতা করবো বলে জানিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘প্রশাসনের গণরুম-গেস্টরুম বন্ধ ও অছাত্রমুক্ত করার প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস করার দাবি জানিয়েছি। ক্যাম্পাস থেকে কোনো শিক্ষার্থী গ্রেপ্তার করতে যেন প্রক্টরের অনুমতি নেয়, সে দাবি জানিয়েছি।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সমস্যা হলে আইসোলেশন সেন্টারে ভালো করে সেবা দেওয়ার দাবি জানিয়েছি। গণরুম-গেস্টরুম ও অছাত্রমুক্ত করার প্রশাসনের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছি। হলের প্রতিটি সিট যেন প্রভোস্টদের মাধ্যমে বণ্টন হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছি।’

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। তারা আমাদের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে। আমরাও চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার। সে লক্ষ্যে আমরা আগামী ১৫ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকেছি। সেখানে আবাসিক হল সেপ্টেম্বরে মধ্যে খোলা যায় কি না সে আলোচনা করবো। ১৬ সেপ্টেম্বর সিদ্ধান্ত জানা যাবে।’

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়