ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে আবর্জনা: মাউশির কর্মকর্তা বরখাস্ত, অধ্যক্ষকে শোকজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:১৭, ১২ সেপ্টেম্বর ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠানে আবর্জনা: মাউশির কর্মকর্তা বরখাস্ত, অধ্যক্ষকে শোকজ

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা সঠিকভাবে পালন না করে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে মাউশির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে মাউশির এক চিঠিতে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে শোকজ করা হয় এবং মাউশির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।’

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। এসব নম্বরে ফোন করে যদি কেউ জানান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।’ 

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে আবর্জনা পেলেই ব‌্যবস্থা: শিক্ষামন্ত্রী

স্কুলের টিউশন ফি’র বিষয়ে নমনীয় হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা/ইয়ামিন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়