ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:০০, ১৩ সেপ্টেম্বর ২০২১
মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু

স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস। ১৩ সেপ্টেম্বর থেকে সারা দেশের এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর আগের দিন ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশনা দেওয়া হয়।

দেশে করোনা শনাক্তের পর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মেডিক্যাল শিক্ষার্থীদেরও ক্লাস বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ কয়েক মাস পর করোনা সংক্রমণ কমে যাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাশ শুরুর আগে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান নিশ্চিত করণ এবং ভ্যাকসিন সনদ এর ফটোকপি স্টুডেন্ট সেকশনে জমা দিতে বলা হয়।

প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীদেরকে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিনের কার্ড ও পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হয়। ১ম বর্ষ শিক্ষার্থীদের (ব্যাচ: কে -৭৮) হোস্টেলে অবস্থানের জন্য ভর্তি ফি জমা দেওয়ার রশিদ এর ফটোকপি জমা দিতে বলা হয়।

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়