ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিকা পাচ্ছে ঢাকার ৮ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৩ অক্টোবর ২০২১  
টিকা পাচ্ছে ঢাকার ৮ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ ও নটর ডেম কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার।

আই কে সেলিম উল্লাহ বলেন, ‘আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ ও নটর ডেমের শিক্ষার্থীদের টিকার আনা সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। আমরা দ্রুত ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে টিকা দেওয়ার তারিখ নির্ধারণ করবো।’

গত ২২ সেপ্টেম্বর সাত কলেজ শিক্ষার্থীদের টিকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ। 
 

ইয়ামিন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়