ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সম্প্রীতি বজায়ে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২৮, ১৭ অক্টোবর ২০২১
সম্প্রীতি বজায়ে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান

মতবিনিময় সভায় সচিব মো. আমিনুল ইসলাম খান

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে। সকল ধর্মের লোকদের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।

রোববার (১৭ অক্টোবর) সকালে অনলাইনে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।

আমিনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে শিক্ষকদের অবহিত করেন। সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক অংশগ্রহণ করে।

ইয়ামিন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়