Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকদের আধাবেলা কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৬ অক্টোবর ২০২১  
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকদের আধাবেলা কর্মবিরতি

ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার আধাবেলা কর্মবিরতি পালন করবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি একযোগে পালন করা হবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে শিক্ষক মনোজ কান্তির ওপর কিছু দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার খারাপ আচরণ ও তাকে লাথি মারার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।

সংগঠনের দাবি, মনোজ কান্তির ওপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে ও মনোজ কান্তি বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

ইয়ামিন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়